জীবন এখন এমনই
লিখেছেন লিখেছেন মামুন ২২ অক্টোবর, ২০১৪, ০৭:৪৬:৪৭ সকাল
জীবন এখন এমনই
.
একদিন হেঁটে হেঁটে
ক্লান্ত পদযুগল থামে
কোনো এক শিউলি গাছের পাশে।
.
তলায় ছড়ানো ফুলগুলি
ইতস্তত বিক্ষিপ্ত পড়ে আছে দেখি,
সেই ফুলের মৌ মৌ সুবাস
ক্লান্ত এ মনকে টেনে নিয়ে যায়
কোন সুদূরে নিঃসীম নিরন্নলোকে!
.
জীবন মানে কি এমনি পথ চলা?
একটু থেমে আবার শুরু করা?
জীবন কি সাথী হারা এক শঙ্খচিলের
প্রসারিত ডানার অবিরাম প্রক্ষেপন?
কিংবা রৌদ্রোজ্জ্বল মেঘের আড়াল থেকে
আনন্দ রশ্মির প্রবল উদ্ভাসে ফেটে পড়া!
.
পায়ের তলায় শুকনো পাতা
মাড়িয়ে চলার সেই মর্মর ধ্বনির
আড়ালে উঁকি দেয়া সাবেক সবুজ পাতাদের
হৃদয়ের দীর্ঘশ্বাস ই কি জীবনের জয়গান?
.
মনে পড়ে রাস্তার পাশের সেই
কৃষ্ণচূড়ার নিচের অবারিত লাল সমুদ্রকে!
যেখনে দুটি হৃদয় এক হবার প্রত্যয়ে
থেকে থেকে হারিয়েছিল নিজেদের।
আর সময়ের বল্গাহীন দ্রুততায় শেষ হয়
জীবনের সকল রূপ রস ঘ্রাণ!
.
আজ জীবন বৃক্ষের ভাঙা ডালে
হোঁচট খাওয়া নিঃসঙ্গ এক দোয়েল আমি,
শীষ দেয়া ভুলে গিয়ে
শুনি কেবলি মৃত্যুর আহ্বান।
.
সেই একই পথে হেঁটে চলি একাকী,
সময়ের বুড়িয়ে যাবার আগেই যে
নিজের সময়ে ফিরে যেতে চাই!
জীবন এখন এমনই।।
বিষয়: সাহিত্য
৭১৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই চির চেনা পথে নয়-
অপরিচিত রাস্তায় একাকী চলি,
অবসাদ-ক্লান্তি আর বিষন্নতায়-
কেবলী শুধুই খেই হারিয়ে ফেলি।
নান্দনিক মন্তব্যটির জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
হোঁচট খাওয়া নিঃসঙ্গ এক দোয়েল আমি,
শীষ দেয়া ভুলে গিয়ে
শুনি কেবলি মৃত্যুর আহ্বান।
মন্তব্য করার ভাষা খুজে পাচ্ছি না।
এতো সুন্দর কেমনে লিখেন?
লিখাগুলো কিভাবে যেন এসে যায়। আমি নিজেও জানি না।
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য ।
জাজাকাল্লাহু খাইর ।
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগার সুন্দর অনুভূতি রেখে গেলেন, সেজন্যও অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
অনেক দিন পরে এলেন মাহফুজ ভাই! ইদানিং ব্লগে আপনাকে কেন দেখছি না?
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহপাক আপনাকে সবসময় ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন